বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বিজেপি নেতাদের সম্পদের বিবরণ জমার নির্দেশ মোদির

বিজেপি নেতাদের সম্পদের বিবরণ জমার নির্দেশ মোদির 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ   বিজেপি (ভারতীয় জনতা পার্টি) নেতাদের আজ বুধবারের মধ্যে সম্পদের বিবরণ জমা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার দলের সংসদীয় কমিটিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

bjp
দলীয় এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় অনলাইন ‘ইন্ডিয়া টুডে’ জানায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন স্বচ্ছভাবে সরকার পরিচালনায় প্রথমেই প্রয়োজন দলীয় নেতাদের সম্পদের পরিমাণ সম্পর্কে জানা। এতে করে অসুদ উপায়ে অর্জিত অর্থের বিরুদ্ধে লড়াইটা সহজ হয়।’বিজেপির এক নেতা বলেন, ‘অর্থের বিবরণ জমা দেয়ার কথা থাকলেও, অনেকেই এখনো জমা দেননি। তাদেরকে একদিনের মধ্যেই আর্থিক বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’
আগামী ২৫ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। ওইদিনকে ‘গুড গর্ভনেন্স ডে’ হিসেবে ঘোষণা করেছে বিজেপি। ২৫ ডিসেম্বরকে সামনে রেখেই বিজেপি নেতাদের আর্থিক বিবরণী চাইছেন মোদি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone