ছাড়পত্র পেলেন সচিত্রা ও উইলিয়ামসন
স্পোর্টস ডেস্কঃ বোলিং অ্যাকশন সংশোধন করে, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার জন্য আইসিসির ছাড়পত্র পেলেন শ্রীলংকার অফ স্পিনার সচিত্রা সেনানায়েকে এবং নিউজিল্যান্ডের স্পিনার কেন উইলিয়ামসন।এ বছর শ্রীলংকার ইংল্যান্ড সফরে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন সেনানায়েকে।
এরপর গেলো জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেনানায়েকের বোলিং নিষিদ্ধ করে আইসিসি। তবে বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে, আইসিসি’র অনুমোদিত চেন্নাইয়ের একটি ল্যাবে আবারো পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সবুজ সংকেত পেয়েছেন তিনি।অন্যদিকে নিউজিল্যান্ডের অল রাউন্ডার কেন উইলিয়ামসনও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন।তবে আইসিসি’র নিয়ম অনুযায়ী আগামী দু বছরের মধ্যে আবারও সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হলে, এক বছরের নিষেধাজ্ঞার খড়গ নেমে আসবে এই দু বোলারের ওপর।
Posted in: খেলা