সেঞ্চুরি করে জবাব যুবরাজ সিং
স্পোর্টস ডেস্কঃ ২০১৫ বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ভারত। সেই দলে অবশ্য ঠাঁই মেলেনি যুবরাজ সিং, বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের। ভারতের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে অবশ্য তারা তিনজনই খেলছেন। কয়েকদিন আগে সেঞ্চুরি করে নির্বাচকদের জবাব দিয়েছিলেন গৌতম গম্ভীর। ছক্কা হাঁকিয়ে কাঁচ ভেঙেছিলেন শেবাগও। এবার সেঞ্চুরি করে জবাব দিলেন যুবরাজ সিং।
ভারতের ঘরোয়া আসর রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে হরিয়ানার বিপক্ষে সেঞ্চুরি করলেন হার্ড হিটার এই ব্যাটসম্যান। ১৬০ বলে করেছেন ১৩০ রান। প্রথম ইনিংসে করেছিলেন ৫৯ রান। শুধু ব্যাট হাতে কেন? বল হাতেও কম যাননি যুবরাজ। ৪ ওভার বল করে নিয়েছেন ১ উইকেট।