আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য ২০১৫ বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট দল। এবারেই আসরে তাদের প্রথম অংশগ্রহণ। তাই কোন ধরণের ঝুঁকি নিতে চাইছে না দেশটির বোর্ড। তাই দলে সিনিয়র খেলোয়াড়দেরই অধিপত্য দেখা গিয়েছে।বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে আফগানিস্তান। এই গ্রুপের অন্যান্য দলগুলো হলো- স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, বাংলাদেশ, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড।
৩০ সদস্যের প্রাথমিক দলঃ
মোহাম্মদ নবী, নওরোজ মঙ্গল, উসমান ঘানি, জাবেদ আহমাদি, আফসার জাজাই, আসগর স্তানেকজাই, শফিকুল্লাহ,শাফাক, সামিউল্লাহ সেনওয়ারি, মোহাম্মদ শাহজাদ. করিম সাদিক, শাবির নুরি, হাশমতুল্লাহ শহিদি, ইয়ামিন আহমাদজাই, হামজা, হোটাক, নজিব তারাকাই, ফজল নাইজি, মোহাম্মদ মুজতবা, নুর আলি, রহমত শাহ, মিরবাইস আশরাফ, গুলবাদিন নবী, হামিদ হাসান, শাপুর জারদান, দৌলত জারদান, ইজাতুল্লাহ, আফতাব আলম, ফরিদ মালিক, নজিবুল্লাহ জারদান, নাসির জামাল এবং শরাফুদিন আশরাফ।