বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন
প্রযুক্তি ডেস্কঃ চীনা প্রস্তুতকারক ভিভো উন্মুক্ত করলো স্মার্টফোন ভিভো এক্স৫ম্যাক্স। যা কিনা ৪.৭৫ মিমি পাতলা এবং বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন।অবিশ্বাস্য পাতলা নকশা ছাড়াও ডিভাইসটি যথেষ্ট কার্যক্ষম। এই ডিভাইস্টিতে আছে ৫.৫ ইঞ্চ স্ক্রিন, অক্টা কোর স্নাপড্রাগন ৬১৫ প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবি স্টোরেজ এবং ১৩ মেগা
পিক্সেল ক্যামেরা।আশা করা হয়, ভিভো এক্স৫ম্যাক্স ১২ ডিসেম্বর থেকে চীনা মোবাইল স্টোরে ৪৯০ ডলারে পাওয়া যাবে।উল্লেখ্য, অত্যন্ত পাতলা ফোন ক্যাটাগরিতে আরও আছে অপপো আর৫(৪.৮৫মিমি পুরু) এবং হুয়াই এস্ক্যান্ড পি৭(৬.৬মিমি পুরু)।
Posted in: প্রযুক্তি