নতুন প্রশাসক নিয়োগ ডিসিসির
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দুই সিটি কর্পোরেশনে (ডিসিসি) নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল
আবদুল নাসের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত মোস্তফা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পাট অধিদফতরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মন প্রশাসক নিয়োগ পেয়েছেন।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ফারুক জলিলকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বদলি করা হয়েছে।