বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » পাকিস্তানের ‘সন্ত্রাসী তালিকায় নাম ইমরান খান

পাকিস্তানের ‘সন্ত্রাসী তালিকায় নাম ইমরান খান 

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের ‘সন্ত্রাসী’ কার্যক্রমের তালিকায় নাম উঠল দেশটির বিরোধী দলীয় নেতা ও প্রাক্তন জনপ্রিয় ক্রিকেটার ইমরান খানের।ফয়সালাবাদে সমাবেশের সময় পাঞ্জাবের প্রাক্তন আইনমন্ত্রী রানা সানাউল্লাহের বিরুদ্ধে উত্তেজিত মন্তব্য ও সহিংস কর্মকাণ্ডের জন্য ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মামলা দায়ের করা হয়।বুধবার এ ব্যাপারে মামলা দায়েরের পর সানাউল্লাহ বলেন, ‘সোমবারের ওই সমাবেশ থেকে তার বাড়িতে আক্রমণ চালানোর জন্য ইমরান খান ও তার সহযোগীরা নিজেদেরimran

কর্মী-সমর্থকদের উত্তেজিত করে তোলেন। ওই সময় সহিংসতায় একজন নিহত হয়।’পাকিস্তান মুসলিম লীগ আওয়ামী প্রধান শেখ রাশেদ, ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা শাহ মাহমুদ কোরোশি, আরিফ আলভি, আসাদ উমরসহ অজ্ঞাত আরো কয়েক শ বিক্ষোভকারীর বিরুদ্ধেও সন্ত্রাসী মামলা করা হয়।সানাউল্লাহ অভিযোগ করেন, ‘ইমরান ও অন্যান্য নেতারা তার বাড়ি ঘেরাও করে আক্রমণ করেন। তারা তার বাড়ির গেট ভাঙার চেষ্টা করেন। কিন্তু সেখানে তার ৫ থেকে ৬ হাজার সমর্থক উপস্থিত থাকায় তাদের প্রতিহত করতে সক্ষম হয়। পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী মামলা হিসেবে গ্রহণ করেছে।’

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone