চীনে টাকা পুড়িয়ে ৬শ কিলোওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন
ইন্টারন্যাশনাল ডেস্কঃ চীনে কয়লার পরিবর্তে পুরনো, ছেঁড়া ও বাতিল নোট ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। সেখানকার হেনান প্রদেশের লুওইয়াং শহরের এক বিদ্যুৎ কেন্দ্রে এভাবেই বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। বার্তা সংস্থা সিনহুয়া বলছে, ওই কেন্দ্রে এক টন পরিমাণ কাগজের নোট পুড়িয়ে ৬শ কিলোওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আর এভাবে কয়লা না পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনকে পরিবশবান্ধব হিসেবে দাবি করেছেন ওই কেন্দ্রের কর্মকর্তারা।
চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না এ কেন্দ্রকে জ্বালানি হিসেবে বাতিল টাকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। এভাবে বিদ্যুৎ উৎপাদনকে কার্যকর হিসেবে অভিহিত করেছে পিপলস ব্যাংক অব চায়না। ব্যাংকের এক কর্মী সাংবাদিকদের বলেছেন, এ প্রদেশ থেকে সংগ্রহ করা পুরনো ও বাতিল কাগজের টাকা পুড়িয়ে বছরে ১৩ লাখ ২০ হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। চীনে সাধারণভাবে বাতিল টাকার নোট দিয়ে কাগজের পণ্য তৈরি করা হয়।