নিজের বাংলো মান্নতে ঢুকতে বাধা শাহরুখ খানের
বিনোদন ডেস্ক : শাহরুখ খান। বলিউড তথা ভারতীয় সিনেমার সুপারস্টার। তাঁকে একঝলক দেখার জন্য পাগল তার কোটি অনুরাগী। যতবার যত জায়গায় আমন্ত্রিত হয়ে গেছেন, উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। কিন্তু নিজের বাংলো মান্নতে ঢুকতে বাধা দিলেন তাঁরই নিযুক্ত নিরাপত্তারক্ষীরা। এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
কিন্তু আসল ব্যাপারটা কি? মণীষ শর্মা পরিচালিত ‘ফ্যান’ ছবির শুটিং করছিলেন শাহরুখ। ছবিতে তিনি একজন ফ্যানের ভূমিকায় অভিনয় করছেন। ছবির চিত্রনাট্য অনুযায়ী তিনি ‘মান্নত’-এ ঢুকতে যাবেন এবং সেসময় শাহরুখের নিরাপত্তারক্ষীরা তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দেবে। মঙ্গলবার এই দৃশ্যটিরই শুটিং চলছিল। আর শুটিংয়েরই অংশবিশেষ হিসেবে সাধারণ চেক শার্ট পরা ‘ফ্যান’ শাহরুখকে তাঁরই বাংলোয় ঢুকতে বাধা দেওয়া হবে। তবে ছবিতে তিনি যদি ফ্যানই হয়ে থাকেন তবে বাদশার বাড়িটি কি তাঁরই বাংলো হিসেবে দেখানো হয়েছে? সেটা অবশ্য জানা যায়নি। কারণ ছবির বিষয় নিয়ে পরিচালক বা কলাকুশলী মুখে কুলুপ এঁটেছেন। তবে প্রাথমিকভাবে পথচলতি মানুষকে হঠাৎই কিং খানকে তাঁরই বাড়ি থেকে নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার দৃশ্যটি অবাকই করে দিয়েছিল।