খালেদা জিয়ার সঙ্গে বৈঠককারী যুগ্মসচিব একেএম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠককারী যুগ্মসচিব একেএম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, একেএম জাহাঙ্গীরের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে। ১৯৪৭ সালের চাকরি বিধির ১২ নম্বর ধারার ক্ষমতাবলে তাকে এ অবসর দেয়া হয়।
Posted in: জাতীয়