বর্ধমান বিস্ফোরণে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছেঃনাসিম
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।নাসিম বলেন, ‘১৪ দল মনে করে বিএনপি-জামায়াত যেভাবে কথা বলে তাতে মনে হয় বর্ধমানের ষড়যন্ত্রকারীরা যে নীল নকশা এঁকেছিল তাতে তাদের যোগসূত্র
রয়েছে।তিনি বলেন, ‘দেশে নয় বিদেশেও প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীকে হত্যা করে তারা দেশে একটি শক্তিকে ক্ষমতায় আনতে এ ষড়যন্ত্র করেছেবিএনপি-জামায়াত এখন হত্যা ও চক্রান্তের পথে হাঁটছে বলে অভিযোগ করেন ১৪ দল মুখপাত্র বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলনে ব্যর্থ হয়েই তারা ওই পথে হাঁটছস্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা উদ্বিগ্ন হয়েছি যখন ভারতের বর্ধমান চক্রান্তের কথা শুনেছি। পার্শ্ববর্তী দেশে কিছু জঙ্গি ও হত্যাকারী প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করেছিল।’