বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » অভিষেকে শতক পার বিরাট কোহলি

অভিষেকে শতক পার বিরাট কোহলি 

birat

স্পোর্টস ডেস্কঃ   তৃতীয় ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে অধিনায়কত্বের অভিষেকে শতক পার করেছেন বিরাট কোহলি। এর আগে সুনীল গাভাস্কার ও বিজয় হাজারে এই কীর্তি গড়েছিলেন।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া রানপাহাড়ে উঠে। ৫১৭ রানের সেই পাহাড়ের দিকে হাঁটতে অধিনায়ক কোহলি  ভালোই নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়ককে এই মিশনে দারুণ সহযোগিতা করলেন মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। অধিনায়কের সেঞ্চুরি ও বাকিদের হাফ সেঞ্চুরিতে অ্যাডিলেডে গত দুদিন হাওয়ায় উড়তে থাকা অস্ট্রেলীয়দের আজ মাটিতেই নামিয়ে এনেছে ভারত। মুরলি বিজয়ের ব্যাট থেকে এসেছে ৫২ রান। চেতেশ্বর পূজারা দেশের বাইরে খেলেছেন তাঁর সর্বোচ্চ টেস্ট ইনিংসটি (৭৩)। সাজঘরে ফেরার আগে অজিঙ্ক রাহানের খাতায় উঠেছে ৬২ রান

birat

অস্ট্রেলিয়ার পক্ষে দুটি উইকেট নাথান লায়নের। একটি করে উইকেট পেয়েছেন রায়ান হ্যারিস ও মিচেল জনসন।

এ প্রতিবেদন লেখার সময় কোহলির অপরাজিত ১১৫রানে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone