নারায়ণগঞ্জ জনসভায় ভাষণ দিবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদকঃ নিরদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সব দলের অংশগ্রহণে নতুন নির্বাচনের দাবিতে জনসম্পৃকতা বাড়াতে ২০ দল আয়োজিত নারায়ণগঞ্জ জনসভায় ভাষণ দিবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এরআগে শনিবার দুপুর ১২টায় খালেদা জিয়া রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে সড়ক পথে রওনা হয়ে নারায়ণগঞ্জ পৌঁছাবেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।দলীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে কাঁচপুর ব্রিজ সংলগ্ন বালুর মাঠে নারায়ণগঞ্জ জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার। এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।