৪ উইকেটে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা আনল নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনল নিউজিল্যান্ড।শুক্রবার দিবা-রাত্রির ম্যাচে তারা ৪ উইকেটে হারায় পাকিস্তানকে।কেন উইলিয়ামসনের অনবদ্য ৭০ রানের ভিত্তিতে ৪৬ ওভারেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপরা। উইলিয়ামসনের এই ইনিংসে ৭টি বাউন্ডারি রয়েছে।
উইলিয়ামসন ছাড়াও দলের পক্ষে অ্যান্টন ডেভচিচ ৫৮ রান এবং ডিন ব্রাউনলি করেন ৪৭ রান।পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন হারিস সোহেল। এছাড়া শহীদ আফ্রিদি নেন ২টি উইকেট।এর আগে পাকিস্তান ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজের করা ৭৬ রান দুইশত রানের স্কোর করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। তাছাড়া মেসবাহ-উল-হকের ৪৭ রান ও হারিস সোহেলের ৩৩ রান বাদে কেউ সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। তাঁর ঝুলিতে জমা পড়ে ৪ উইকেট। মিচেল ম্যাকক্লেনাগান নেন ৩টি উইকেট।