ইনজুরির কারণে মাঠের বাইরে দি মারিয়া
স্পোর্টস ডেস্কঃ হাল সিটির বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ২৯ নভেম্বর মাঠ ছেড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার অ্যাঙ্গেল দি মারিয়া। এর পর আর মাঠে নামতে পারেননি এই আর্জেন্টাইন। পুরোপুরি ফিট না হওয়ায় আগামীকাল লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও তিনি খেলতে পারবেন না।এদিকে ম্যানইউর কোচ লুইস ফন গাল নিশ্চিত করে জানিয়েছেন, দি মারিয়া লিভারপুলের বিপক্ষে খেলতে পারবে না
সে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠেনি। তাই এ ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।এদিকে নিজেদের গত ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ১৮ মিনিটের মাথায় ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন সেন্টার ব্যাক ক্রিস স্ম্যালিং। ঐ ম্যাচ ২-১ গোলে জিতেছিল রেড ডেভিলসরা। তবে ইনজুরির কারণে পরবর্তী ম্যাচে অল রেডসদের বিপক্ষে খেলতে পারবেন না স্ম্যালিং।ফন গাল এক সাক্ষাৎকারে বলেন, ‘দি মারিয়া ছাড়াও বর্তমানে আরো কয়েকজন ফুটবলার ইনজুরিতে ভুগছে। লুক শ, ক্রিস স্ম্যালিং ও ড্যালি ব্লাইন্ড ইনজুরির কারণে দলের বাইরে আছে। তবে তারা দ্রুতই সেড়ে উঠছে।’
ডাচ কোচ আরো জানান, ইনজুরির কারণে দলের কয়েকজন ফুটবলার লিভারপুলে খেলতে পারবে না। তবে আমি আশাবাদি নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আমরাই ভালো করবো। তাছাড়া আমরা বর্তমানে ম্যাচ জয়ের ধারাবাহিকতায় আছি।অল রেডসদের বিপক্ষে মাঠে নামতে পারেন ডিফেন্ডার ফিল জোনস ও রাইট ব্যাক রাফায়েল। দুজনই ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন।