ইনজুরির কারণে দলের বাইরে নেইমার
স্পোর্টস ডেস্কঃ আজ রাতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে গেটাফের বিপক্ষে বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না নেইমার। অ্যাঙ্কেল ইনজুরির কারণে দলের বাইরে থাকতে হচ্ছে এ ব্রাজিলিয়ানকে।শুক্রবার বার্সার অনুশীলনের সময় পুরোনো অ্যাঙ্কেলের ব্যথা আবারো দেখা দেয়। পরে বাম অ্যাঙ্কেলের এই ব্যথা বেশি মাত্রায় দেখা দিলে নিজেকে খেলা
থেকে প্রত্যাহার করে নেন এ তরুণ স্ট্রাইকার।এর আগে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে একটি গোল করেন নেইমার। পরে ম্যাচ শেষে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে ৩-১ গোলে জয় পায় কাতালানরা। আর সেই সঙ্গে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই শেষ ষোল নিশ্চিত করে বার্সা।এদিকে দলের কোচ লুইস এনরিকও নেইমারকে নিয়ে কোন রকম ঝুকি নিতে চাচ্ছেন না। তাই লিগে বার্সার হয়ে ১১ গোল করা নেইমারকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এ ম্যাচকে কেন্দ্র করে ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন এনরিক। তবে এ তালিকায় যোগ হয়েছেন পিএজির বিপক্ষে খেলতে না পারা দানি আলভেজ।