বিধানসভায় প্রিয়াংকায় মগ্ন বিজেপি এমপি
ইন্টারন্যাশনাল ডেস্কঃ দক্ষিণ পশ্চিম ভারতের অঙ্গরাজ্য কর্নাটকের বিধানসভায়, এক বিজেপি বিধায়কের, কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধির ছবি দেখাকে কেন্দ্র করে, ব্যাপক হৈ চৈ শুরু হয়। এক পর্যায়ে বিধানসভার অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, কর্নাটকের বিধানসভায় অধিবেশন চলাকালে নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে হঠাৎ ধরা পড়ে, বিজেপির বিধানসভা-সদস্য প্রভু চৌহান নিজ মোবাইল ফোনে নিভৃত মনে, কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধির ছবি বড় করে দেখছেন। সেদিকে কংগ্রেস নেতাদের দৃষ্টি আকৃষ্ট হলে, তাদের কাছে বিষয়টি অশালীন ও নেত্রীর প্রতি অসম্মানজনক আচরণ বলে গণ্য হয়। সঙ্গে সঙ্গে তারা বিধানসভার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রভু চৌহানের প্রতি উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তাদের ভাষ্য, নেত্রীর প্রতি এ অশোভন আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য। প্রভু চৌহান যখন মোবাইলে জুম করে কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধির ছবি দেখছিলেন, একই সময় বিজেপিরই অপর বিধায়ক ইউ বি বানাকরকে দেখা যায়, মোবাইলে গেমস খেলায় ব্যস্ত। বিধানসভায় ঐ মুহূর্তে ভারতে আখচাষীদের সংকট নিয়ে গুরুতর আলোচনা হচ্ছিল, যার ওপর নির্ভর করছিল দেশের চিনি কারখানাগুলোর ভাগ্য।
তবে প্রভু চৌহান যে শুধু বিশেষভাবে প্রিয়াংকা গান্ধির ছবি দেখছিলেন তা নয়। তিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ মোদি এবং সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধির ছবিও দেখেছিলেন বলে জানা যায়।
ইতোপূর্বে ২০১২ সালের ফেব্রুয়ারিতে বিধানসভার অধিবেশনে তিন বিজেপি মন্ত্রী পর্নো ছবিতে মগ্ন অবস্থায় ধরা পড়েন। পরবর্তীতে পদত্যাগে বাধ্য হন তারা।