জয় উৎসর্গ করলেন অকাল প্রয়াত ফিলিপ হিউজকে!
এর আগে ভারতের হয়ে একাই বুক চিতিয়ে লড়েছেন বিরাট কোহলি। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। শেষ দিনে মুরালি বিজয় তাকে ভালোই সঙ্গ দিতে থাকেন। ব্যক্তিগত ৯৯ রানের মাথায় বিজয় ফিরে যাওয়ার পর ধস নামে ভারতীয় ইনিংসে। অজিঙ্কা রাহানে এসেই ফিরে যান। তারপরও লড়াই চালিয়ে যান কোহলি। লিয়নের শিকার হয়ে ব্যক্তিগত ১৪১ রানের মাথায় সাজঘরে ফেরেন কোহলি। এরপর শুধু যাওয়া আসাই করেছেন ভারতীয়রা।ভারতীয়দের ধ্বংস করতে নাথান লিয়ন দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন সাত উইকেট। মূলত তার অফস্পিনে বিভ্রান্ত হয়েই গুটিয়ে গেছে সফরকারীরা।
অ্যাডিলেড টেস্টে ৪৮ রানের জয় পাওয়ায় সিরিজে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।ম্যাচটি অস্ট্রেলিয়ানদের জন্য এমনিতে একটু অন্য রকম ছিল। সপ্তা দুয়েক আগে ক্লার্করা হারিয়েছেন তাদের সতীর্থ হিউজকে। হিউজকে সম্মান দেখাতে ম্যাচের আগে নানা আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া। মাঠে সুবজ ঘাসের উপর লেখা ছিল ‘৪০৮’। হিউজ ছিলেন অস্ট্রেলিয়ার ৪০৮তম টেস্ট ক্রিকেটার।ক্লার্ক মাঠে নামার আগেই বলেছিলেন, আমরা শোককে শক্তিতে পরিণত করতে চাই। জয় উৎসর্গ করতে চাই হিউজকেক্লার্কদের এমন ‘উৎসর্গে’ বিরানভূমির দেশে বসে হিউজ নিশ্চয়ই খুশি হয়েছেন!