পদত্যাগ করলেন থাই যুবরাজ পত্নী
ইন্টারন্যাশনাল ডেস্কঃ থাইল্যান্ডের যুবরাজ ভাজিরালংকর্নের স্ত্রী শ্রীরাসমি স্বেচ্ছায় তাঁর রাজ উপাধি ছেড়েছেন।
শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, প্রিন্সেস শ্রীরাসমির লিখিত পদত্যাগপত্র দিয়েছেন রাজা ভূমিবলকেরাজকীয় এই পদ ছাড়ায় শ্রীরাসমি-ভাজিরালংকর্নের ১৩
বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটল। রাজা ভূমিবল পদত্যাগপত্র গ্রহণ করার পরপরই তাদের বিচ্ছেদের প্রক্রিয়া শেষ হয়েছে।ভাজিরালংকর্নের তৃতীয় স্ত্রী ছিলেন শ্রীরাসমি। ২০০১ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি ছেলেসন্তান রয়েছে।এর আগে নানা কারণে শ্রীরাসমি সমালোচনার মুখে পড়েন। তার পরিবারের সাত সদস্য দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া জন্মদিনে তার নগ্ন ছবি ফাঁস হওয়ার ঘটনায় তিনি ব্যাপক বিতর্কের মুখে পড়েন।
Posted in: আর্ন্তজাতিক