নিজের রক্তে ভেজা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়লেন নোবেল জয়ী মালালা
মালালাকে কাঁদতে দেখে এগিয়ে এলেন ভারতের নোবেলজয়ী কৈলাশ সত্যার্থি। কন্যাসম প্রতিবেশি দেশের এই কিশোরীকে উৎসাহ দিয়ে বললেন ‘তুমি খুব সাহসী’।নীল টিউনিক, সাদা হেডস্কার্ফ, সাদা ট্রাউসার। লাল রক্তের দাগ যে পোশাকে শুকিয়ে এখন বাদামী। নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার প্রদানের সময় মালালার যুদ্ধের চিহ্ন স্বরূপ রাখা হয়েছিল এই পোশাক।কাচের বাক্সে নিজের রক্তমাখা পোশাক দেখে কেঁদে ফেলে এই পাকিস্তানি কিশোরী। হয়ত, তখন তাঁর স্মৃতিতে ভয়ঙ্কর যে সকল। শুধুমাত্র শিক্ষার অধিকারের দাবি জানানোর জন্য যে সকালে মালালার কপাল ফুঁড়ে বেড়িয়ে গিয়েছিল কিছু তালিবানি বুলেট। মালালাকে কাঁদতে দেখে এগিয়ে আসেন কৈলাশ সত্যার্থী। জড়িয়ে ধরেন তাঁকে। সান্ত্বনা দেন মালালাকে।