চিনি উৎপাদনে বাধা সৃষ্টিকারী দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হবে নাঃভূমিমন্ত্রী
ইন্টারন্যাশনাল ডেস্কঃ কৃষকের কাছ থেকে ইক্ষু ক্রয় ও তাদের পাওনা বুঝে দিতে গড়িমশি বা চিনি উৎপাদনে বাধা সৃষ্টিকারী দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হবে না।’শনিবার ঈশ্বরদীর দাশুড়িয়া পাবনা সুগার মিলে ২০১৪-১৫ আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘কলগুলোকে লাভজনক করার জন্য চিনির রিকভারির হার বাড়াতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারতে চিনির রিকভারির হার ১২ থেকে ১৩ ভাগ। অথচ ঈশ্বরদীর দাশুড়িয়ায় রিকভারির হার মাত্র ৬ ভাগ।তিনি বলেন, ১ ভাগ রিকভারিতে ৮ লাখ মেট্রিক টন চিনি পাওয়া যায়। চেষ্টা করলে রিকভারির মাত্রা ৬ থেকে ৮ এ নেয়া সম্ভব। বছরের পর বছর চিনি গোডাউনে মজুদ রেখে চিনির গুণগত মান নষ্ট করা এবং চিনিকলের লোকসান হবে এমন কোনোপ্রকার কাজ করা যাবে না। চিনি উৎপাদন প্রতিষ্ঠানকে লাভজনক করার মন-মানসিকতা নিয়ে সবাইকে কাজ করতে হবে। আমরা চাই বিদেশ থেকে লাখ লাখ টন চিনি আমদানি বন্ধ হোক।’
মন্ত্রী শামসুর রহমান শরীফ সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘মিল চলবে কী চলবে না তা সম্পূর্ণ আপনাদের কাজের উপর নির্ভর করছে। মনে রাখতে হবে দুস্কৃতিকারীদের খপ্পরে পরে মিলের চাকা বন্ধ করার আন্দোলন করলে এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি পরিবারকে দুর্ভোগে পড়তে হবে।’মন্ত্রী আখ চাষীদের উদ্বুদ্ধ করে বলেন, ‘প্রয়োজনে নিজের জমির পাশাপাশি অন্যের পতিত জমি বন্ধক বা পত্তন নিয়ে হলেও আখের চাষ বাড়াতে হবে।’ভূমিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক কৃষক ও শ্রমিকদের ভাগ্যোন্নয়নে কৃষক ও শ্রমিকদের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।’ তিনি সরকারের উন্নয়ন কাজে সবাইকে প্রাণবন্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।পাবনা সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, পাবনা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী ও সফল আখচাষী আনসার আলী ডিলু।