দেশ ধ্বংসের চক্রান্ত চলছে : ফখরুল
নিজস্ব প্রতিবেদকঃ ১৯৭১ সালের চক্রান্তের ধারাবাহিকতায় স্বাধীনতার ৪৩ বছর পর এখনও দেশ ধ্বংসের চক্রান্ত চলছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার সকাল পৌনে ১০টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন
ক্ষমতাসীন আওয়ামী লীগ বুদ্ধিজীবীদের স্বপ্ন বিলীন করে দিয়েছে অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, বুদ্ধিজীবীরা যে স্বপ্ন নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠনে নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছিলেন, আওয়ামী লীগ সরকার অব্যাহত লুটপাট, অপশাসন আর দুর্নীতির মাধ্যমে সব স্বপ্ন বিলীন করে দিয়েছে। সরকার একদলীয় শাসন কায়েম করতে চায় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখনো দেশব্যাপী প্রতিনিয়তই খুন-গুম চলছে। এই স্বৈরাচার সরকারের কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। দলমত নির্বিশেষে সবাইকে সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মির্জা আলমগীর।
এ সময় বিএনপির স্থয়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল পৌনে ৯টায় দলের শীর্ষ নেতাদের নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।