ক্রমাগত বাড়তে পারে শীতের তীব্রতা!
আবহাওয়া অধিদফতরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ মাসের ১৭ তারিখের পর থেকে ক্রমাগত বাড়তে পারে শীতের তীব্রতা। চলতি মাসের শেষার্ধে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া বাতাস প্রবাহমান থাকলে কুয়াশা কেটে যাবে। তবে বাতাস বন্ধ হয়ে গেলে কুয়াশার প্রকোপও বাড়তে পারে।আবহাওয়া বিজ্ঞান অনুযায়ী, বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।আবহাওয়া অধিদফতরের তথ্যমতে শুক্রবার এ বছরের সর্বনিম্নতাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।