জাপানে ভোটগ্রহণ শুরু
ইন্টারন্যাশনাল ডেস্কঃ জাপানে আজ রবিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, জনপ্রিয়তা কমলেও প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আবারও ক্ষমতায় আসছেন বলে ধারণা করা হচ্ছে।সাম্প্রতিক জরিপে দেখা গেছে,
এই নির্বাচনে আবের জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।আজ স্থানীয় সময় সকাল সাতটায় দেশব্যাপী ভোট গ্রহণ শুরু হয়। ৪৭৫ আসনের ডায়েটে কারা বসবেন, তা নির্ধারণ করছেন দেশটির ভোটাররা।গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন অ্যাবে। অর্থনৈতিক সংস্কারের বিষয়ে নতুন করে জনসমর্থন যাচাইয়ের জন্য এ নির্বাচন দিয়েছেন তিনি।অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ২০১২ সালের নির্বাচনে ক্ষমতায় ফেরেন অ্যাবে।
Posted in: আর্ন্তজাতিক