গর্বিত কোহলি!
স্পোর্টস ডেস্কঃ নিজে বিশ্বরেকর্ড করেছেন। অধিনায়কত্বের অভিষেক টেস্টে এক টেস্টের দুই ইনিংসে করেছেন সেঞ্চুরি। তবু তার দল জিততে জিততেও হেরে বসেছেন। বেশ কয়েকটি ওভার বাকী থাকতে ৪৮ রানে হেরে যায় তার দল।
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর এমন সুযোগ হাতছাড়া হওয়ায় ভারতের গেমপ্লান নিয়ে সমালোচনা করছে দেশটির মিডিয়া। বিশেষ করে রাউন্ড দ্য উইকেটে বেশি বল করার সমালোচনা শুনতে হচ্ছে তাদের। রাউন্ড দ্য উইকেটে বল করায় পপিং ক্রিজে যে ক্ষত সৃষ্টি হয়েছে, তাতে নাকি প্রতিপক্ষ অফস্পিন থেকে বেশি সুবিধা পেয়েছে।এছাড়া অশ্বিনকে না খেলানোর জন্যও শুনতে হচ্ছে অনেক কথা।সমালোচকদের এসব কথা অবশ্য কানে তুলছেন না অধিনায়ক বিরাট কোহলি। বলছেন, ‘আমাদের গেমপ্লান ঠিকই ছিল। ড্র করার থেকে আমরা জেতার চেষ্টা করেছি। এতে আমি গর্বিত।’
Posted in: খেলা