পাল্টে গেল রাজপালের ভাগ্যের মোড়
বিনোদন ডেস্কঃ হলিউডের পথ খুলে গেল তাঁর জন্য। ‘ভোপাল-এ প্রে ফর রেইন’-পাল্টে দিল তাঁর ভাগ্যের মোড়। এবার আর শুধু বলিউডে আটকে থাকবেন না তিনি। জানালেন রাজপাল যাদব তিনি নিজেই
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজপাল জানিয়েছেন, ‘ভোপাল-এ প্রে ফর রেইন’-সিনেমাটি আমার জন্য খুলে দিয়েছে হলিউডের দরজা। আমি হলিউডে একটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি। তবে বলিউডে আমি আমার কাজ অব্যাহত রাখব।দু’টি ইন্ডাস্ট্রিতে আমি সমতা বজায় রেখে কাজ করতে চাই। ভালো অফার পেলে আমি যেকোনও ইন্ডাস্ট্রির ছবি করতে রাজি।’পরিচালক রবি কুমার, ১৯৮৪-সালের ভূপালের গ্যাস ট্র্যাজেডি নিয়ে প্রথম তৈরি করেন ‘ভোপাল-এ প্রে ফর রেইন’।এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন হলিউডি অভিনেতা মার্টিন শেন, কাল পেন ও মিসচা রার্টন।
Posted in: বিনোদন