চেলসির জয়!
স্পোর্টস ডেস্কঃ আগের ম্যাচে নিউক্যাসলের কাছে ২-১ গোলে হারা চেলসি শনিবার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সফরকারী হাল সিটির বিরুদ্ধে শুরুর দিকেই এগিয়ে যায়। সপ্তম মিনিটে দলকে এগিয়ে দেয়া গোলটি করেন হ্যাজার্ড।দ্বিতীয় গোল পেতে অবশ্য বেশ অনেকক্ষণই অপেক্ষা করতে হয় লিগের শীর্ষে থাকা চেলসিকে। হ্যাজার্ডের
পাস থেকে ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন দিয়েগো কস্তা।অপরদিকে কিং পাওয়ার স্টেডিয়ামে লিচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটিও। ১৬ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসিই। আর সমান সংখ্যক ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিটি।দুর্ভাগ্যই বলতে হবে হালসিটির। নিজেদের মাঠে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা এবং টম হাডলস্টোনের লাল কার্ডের কারণে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। চেলসির পক্ষে গোলদুটি করেন দিয়েগো কস্তা এবং এডিন হ্যাজার্ড। খেলার শুরুতেই অবশ্য গোল করে এগিয়ে যায় চেলসি।৭ মিনিটেই অস্কারের ক্রস থেকে ভেসে আসা বলে হেড করে গোল করেন হ্যাজার্ড। এরপর অবশ্য দ্বিতীয় গোল পেতে বেশ অপেক্ষা করতে হয়েছে চেলসিকে। ৬৮ মিনিটে ডান পায়ের শটে গোল করেন কস্তা। গোলের সহযোগিতায় ছিলেন হ্যাজার্ড।লিচেস্টার সিটির বিপক্ষে ম্যানসিটির জয়ের নায়ক ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ৪০ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন তিনি।