ফ্রান্সের ন্যাটো ত্যাগ
ইন্টারন্যাশনাল ডেস্কঃ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র বন্দি নির্যাতনের পৈশাচিক ঘটনা প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে ফ্রান্সকে ন্যাটো জোট ত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মেরিন লে পেন। রেডিও চ্যানেল ইউরোপ ওয়ান’কে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়েছেন তিনি।ফ্রান্স ন্যাশনাল পার্টির
নেতা মেরিন লে পেন বলেন, আমেরিকার বন্দি নির্যাতনের ঘটনায় সবাই ক্ষুব্ধ হয়েছে আর তাই ন্যাটো জোট ত্যাগ করাই ফ্রান্সের জন্য উচিত হবে।অবশ্য, এর আগে ওয়াশিংটনের সঙ্গে প্যারিসের ঘনিষ্ঠ সম্পর্কের তীব্র সমালোচনা করেছেন লে পেন। তিনি বলেছেন, প্রভাব বিস্তারের জন্য ন্যাটো জোটকে ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র।মঙ্গলবার প্রকাশিত আল-কায়েদার সন্দেহভাজন বন্দিদের নির্যাতন সংক্রান্ত মার্কিন সিনেট কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে এ সব কথা বলেন লে পেন। এ রিপোর্টে বলা হয়েছে, বন্দিদেরকে জিজ্ঞাসাবাদের নামে দেয়াল ঘেঁষে ঘণ্টার পর ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা, ছোট জায়গায় থাকতে দেয়া, কম ঘুমাতে দেয়া, নাকে মুখে পানি ঢালা বা ওয়াটারবোর্ডিং করা, জোর করে ডায়াপার পরিয়ে রাখা হতো। এ ছাড়া, এ বন্দিদের জ্যান্ত কবর দেয়ার ভানও করা হতো বলেও সিনেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর বন্দি নির্যাতনে জড়িত মার্কিন কর্মকর্তাদের বিচার দাবি করেছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।