এ কি করলো ছুঁচো বিড়াল!
ডেস্ক রিপোর্টঃ এক-দুইশ নয়, সাড়ে ৭৭ হাজার টাকার (এক হাজার ডলার) মাছ খেয়েছে একটি ছুঁচো বিড়াল। রাশিয়ার একটি বিমানবন্দরের দোকানে রাখা দামী বেশ কিছু অক্টোপাস একাই ভক্ষণ করে পাজি বিড়ালটি।বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে
খবরে বলা হয়, পূর্ব রাশিয়ার ভ্লাদিভস্টক বিমানবন্দরের ক্যান্টিনে সামুদ্রিক সুস্বাদু কাঁচা ও শুকনো কিছু অক্টোপাস মোড়কজাত করে রাখা হয়েছিল ক্রেতাদের কাছে বিক্রির জন্য। কিন্তু বাদামী রঙের বিড়ালটি দোকানে কেউ না থাকার সুযোগে মাছগুলো একটি একটি করে খেতে থাকেন। একটির পুরোটাই শেষ না করে অপরটি খেতে থাকে বিড়ালটি।দোকানের মালিকের তো একেবারে মাথায় হাত। মালিক ইরিনা কুজমানিয়া জানান, মাছগুলো ৬০ হাজার রুবল (এক হাজার ডলার) দিয়ে ক্রয় করেন তিনি। কিন্তু দোকানের কর্মচারী থেকে শুরু করে কেউ বলতে পারেননি কীভাবে বিড়ালটি সেখানে প্রবেশ করল।তবে বিমানবন্দরের স্টাফদের মতে, মাঝে-মধ্যেই স্থানীয় কিছু পাজি বিড়াল এখানে আসে এবং বেশ জ্বালাতন করে।কিন্তু এ ঘটনার জন্য রীতিমতো ছোটখাটো একটি সেলিব্রিটিতে পরিণত হয় বিড়ালটি। তার ওই ‘অপরাধমূলক’ কর্মকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে প্রতিদিনই ভিড় জমাচ্ছে লোক। তাতেই ব্যবসা লাটে উঠচ্ছে বলে অভিযোগ দোকান মালিকের।ইরিনা কুজমানিয়া বলেন, ‘দর্শনার্থীর ভিড়ের কারণে দোকানের কর্মচারীরা ঠিকমতো কাজ করতে পারছে না। লোকজন সেখানে এসে সরাসরি বিড়ালটির সমন্ধে জানতে চান। কিন্তু তাদের কাছে কিছু বেচতে পারি না।’অনেকেই আবার বিড়ালটির ভাগ্যে কী ঘটেছে সেটা নিয়েও বেশ চিন্তিত, কারণ ওই ঘটনার পর জনসম্মুক্ষে এটাকে আর দেখা যায়নি।বিড়ালটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেশ কিছু লোক এদের জন্য একটি আশ্রয়স্থল গড়ে তোলার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে চিঠিও দিয়েছেন