গাওয়া যাবে না জাতীয় সংগীত
ইন্টারন্যাশনাল ডেস্কঃ জাতির অস্তিত্বকে স্মরণ করার জন্য গাওয়া হয় জাতীয় সংগীত। প্রায় সব দেশেই এর প্রচলন রয়েছে। কিন্তু চীনে জাতীয় সংগীত গাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে সব অনুষ্ঠানে নয়। বিবাহ অনুষ্ঠান, শেষকৃত্য, বাণিজ্যিক ও অরাজনৈতিক কাজে এখন থেকে গাওয়া যাবে না জাতীয় সংগীত।নতুন এ চীনা আইনে, প্রধান
রাজনৈতিক ও কূটনৈতিক অনুষ্ঠানেই কেবল গাওয়া যাবে জাতীয় সংগীত। খেলা ও স্কুলে যথারীতি চলবে এটি।শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, জাতীয় সংগীতের মান যথাযথভাবে রক্ষার জন্যই নতুন এ আইন জারি করা হয়েছে। জাতীয় স্বাধীনতা ও মুক্তি, উন্নত ও শক্তিশালী দেশ এবং সমৃদ্ধ জাতির প্রতিফলক হিসেবে প্রস্তুত জাতীয় সংগীত ব্যবহারের বিষয়টি নিয়ন্ত্রণ করে চীনের কমিউনিস্ট পার্টি।সংবাদ সংস্থা আরো জানায়, চীনা অ্যাথলেটরা যখন মেডেল জয় করবেন, তখন জাতীয় সংগীত বাজানো হবে। জাতীয় মর্যাদা সুসংগঠিত ও দেশকে নিরাপদ করার কাজেও এটি বাজানো যেতে পারে।
তথ্যসূত্র : বিবিসি।