জাপানে আবারো প্রধানমন্ত্রী হচ্ছেন শিনজো আবে
ইন্টারন্যাশনাল ডেস্কঃ জাপানে আগাম সংসদ নির্বাচনে জয়লাভ করেছে ক্ষমতাসীন জোট। ফলে আবারো প্রধানমন্ত্রী হচ্ছেন শিনজো আবে।রোববারের ওই ভোটাভুটিতে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন (এলডিপি) জোট দুই তৃতীয়াংশ আসন পেয়েছে।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ৪৭৫ টি আসনের মধ্যে ৩২৫টিই পেয়েছে ক্ষমতাসীন জোট। এর মধ্যে এলডিপি ২৯০টি এবং কোমিইতো পার্টি ৩৫টি। ফলে পুনরায় জোট সরকার গঠন করছে এলডিপি ও কোমিইতো পার্টি । প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান পেয়েছে ৭৩টি আসন।এর ফলে, অ্যাবেনোমিকস (অ্যাবে সরকার গৃহীত অর্থনৈতিক সংস্কার কর্মসূচি) অটুট থাকছে। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শিনজো অ্যাবে।
সূত্র : বিবিসি।