পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী
ইন্টারন্যাশনাল ডেস্কঃ তুমুল বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তার মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীও পদত্যাগ করেছেন। রোববার সকালে মন্ত্রীসহ নিজের পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী লরেন্ট ল্যামোথ।
প্রধানমন্ত্রী ল্যামোথ ও মাইকেল মারটেলির পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে হাইতির জনগণ। বিক্ষোভ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পদত্যাগ করেন ল্যামোথ। রোববার তার পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট মারটেলি
।
রোববার সকালে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় ল্যামোথ বলেন, দেশ বড় ধরনের পরিবর্তনের মুখে রয়েছে। এই পরিবর্তন দেশের জনগণের মঙ্গলের জন্য হোক- এই আশা করি।
হাইতিতে ২০১১ সালে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নানা তালবাহানা করে ক্ষমতায় টিকে ছিলেন ল্যামোথ। দেশটির বিরোধী দলগুলো এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, ল্যামোথ একনায়ক হতে চাইছেন। তিনি সেনাদের প্রাধান্য দিয়ে স্বৈরতান্ত্রিক আচারণ করছেন।
তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।