শুধু মাঠের খেলায়ই মন দিতে চাই
স্পোর্টস ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছে না ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের। বিসিবির সঙ্গে বিবাদে জড়িয়ে আজীবন নিষিদ্ধ হয়েছেন ক্লাব পরিচালক। দলটির ভবিষ্যৎ কী, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে পরিস্থিতি যাই হোক না কেন, চলতি মৌসুমের খেলা থেকে মন ফেরাতে চাইছে না দলটির খেলোয়াড়রা
গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে দলটি ছয় উইকেটের স্বস্তির জয় পায়। ম্যাচ শেষে ক্লাবের ওপেনার তামিম জানিয়েছেন, ক্লাবের সভায় খেলোয়াড়দের শুধু খেলায় মনোযোগ দিতে বলা হয়েছে।‘আমাদের সময়টা ভালো যাচ্ছে না। প্রথম ৫ ম্যাচে জয় পাওয়ার পর আমরা চার ম্যাচ হেরে গেছি। আমরা শুধু মাঠের খেলায়ই মন দিতে চাই।’ বলেছেন তামিম।চার ম্যাচ হারলেও সর্বশেষ দুই ম্যাচে জিতে দল ঘুরি দাঁড়িয়েছে’ মন্তব্য করে তামিম বলেন, ‘এখান থেকেই সামনে তাকাতে চাই আমরা।’
Posted in: খেলা