মাইকেল ক্লার্কের উত্তরসূরি!
স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মাইকেল ক্লার্ক৷ শুধু তাই নয়, অজি অধিনায়ক আর কোনও দিন মাঠে ফিরতে পারবেন কি না তা নিয়েও সংশয় রয়েছে
৷
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলোর নিজের উত্তরসূরি বেছে নিয়েছেন তিনি৷ পরের তিনটি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ব্র্যাড হাডিন৷ ৩৭ বছরের উইকেটকিপার ব্যাটসম্যানেই আস্থা রাখছেন ক্লার্ক৷
শনিবার অ্যাডিলেড টেস্টের শেষদিন ক্লার্ক মাঠ ছাড়ায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন হাডিন৷ তাঁর বিচক্ষণ বোলিং পরিবর্তনে ৪৮ রানে রুদ্ধশ্বাস টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া৷
হাডিনের প্রশংসা করে ক্লার্ক বলেন, ‘হাডিন দারুণ নেতৃত্ব দিয়েছে৷ দলে বেশে কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছে৷ আশা করি, ওদের নিয়ে অস্ট্রেলিয়া ভালো করবে৷ হাডিনের প্রতি আমার আস্থা রয়েছে৷ ভারতের বিরুদ্ধে পরের তিনটি টেস্টে হাডিনই নেতৃত্ব দেবে৷’