গিনেস বুকের ৬০ বছর পূর্তিতে শচীনকে বিশেষ সম্মানে ভূষিত
‘গিনেস বুকের ৬০ বছর পূর্তিতে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি আমার ক্যারিয়ারে যা অর্জন করেছি, তা নিয়ে সত্যি গর্বিত।’ পদক নেওয়ার সময় অনুভূতি ব্যক্ত করেন শচীন।টেন্ডুলকার ভারতের হয়ে ২০০ টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন। ওডিআই খেলেছেন ৪৬৩টি। এবং টি-টোয়েন্টি একটি। টেস্ট(১৫,৯২১) এবং ওয়ানডেতে(১৮,৪২৬) তার রানসংখ্যা সর্বাধিক। সেই সঙ্গে শতকের সংখ্যাও বিশ্ব ক্রিকেটের সবার থেকে বেশি-টেস্টে ৫১টি, ওয়ানডেতে ৪৯টি।শচীন সম্পর্কে বলতে যেয়ে গিনেসের এডিটর ইন চিফ ক্রেইগ জিলেনডে বলেন, ‘শচীন টেন্ডুলকার ভারতের সবচেয়ে বিখ্যাত রেকর্ডের মালিক। কোটি কোটি মানুষের আদর্শ তিনি। শুধু মাত্র ভারতেই নয়, সারা বিশ্বে তিনি সমাদৃত। তার মতো ব্যক্তিত্বকে আমাদের বর্ষপূর্তিতে সম্মানিত করতে পারায় আমরা সম্মানিত বোধ করছি।’