‘নো জাস্টিস নো পিস’
শনিবার ‘নো জাস্টিস নো পিস’ ‘ন্যায় বিচার ছাড়া শান্তি আসবে না‘ স্লোগানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সংলগ্ন ওয়াশিংটন স্কোয়ার পার্কে এ সমাবেশ হয়।সমাবেশে কৃষ্ণাঙ্গ অভিবাসীদের সঙ্গে বিভিন্ন দেশের অভিবাসীরাও অংশ নেয়। এতে নেতৃত্ব দেন পুলিশের হাতে নিহত এরিক গার্নারের কন্যা এরিকা গার্নার। ১২ বছর বয়সী কন্যাকে নিয়ে এ
সমাবেশে যোগ দেন বাংলাদেশি চিকিৎসক মিস খান।তিনি বলেন, তার মেয়ে এ সমাজেই বেড়ে উঠছে, তিনি তাকে সাথে নিয়ে এসেছেন। কারণ তার মনেও আশংকা রয়েছে একজন সংখ্যালঘু হিসেবে তার মেয়েটিও এই পরিস্থিতির শিকার হতে পারে। তাই পুলিশের অন্যায় আচরণের বিরুদ্ধে তিনি সোচ্চার। এছাড়া বাংলাদেশি হিসেবে এ বিক্ষোভে যোগ দিতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেনসমাবেশে বক্তারা বলেন, দেশের আইন-শৃংখলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে। বর্তমান বিচার বিভাগের প্রতি মানুষ কোনো আস্থা নেই। এ অবস্থা চলতে থাকলে এ ধরনের কর্মকাণ্ড আরও বাড়বে।উল্লেখ্য, গেল গ্রীষ্মে নিউ ইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডে কৃষ্ণাঙ্গ আমেরিকান এরিক গার্নারকে গ্রেপ্তারের সময় তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পুলিশ কর্মকর্তা ডেনিয়েল প্যন্টালিওকে বেকসুর খালাস দেয় মার্কিন আদালতের গ্রান্ড জুরি।