বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, January 13, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সিডনির ক্যাফেতে জিম্মি সঙ্কট

সিডনির ক্যাফেতে জিম্মি সঙ্কট 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনি শহরের এক ক্যাফেতে অস্ত্রের মুখে কয়েকজনকে জিম্মি করেছে বন্দুকধারীরা।বেশ কিছুক্ষণ পর তিন জনকে বের হয়ে আসতে দেখা গেছে। তবে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে কি না তা জানা যায়িনি । এ ব্যাপারে কোনো বক্তব্যও পাওয়া যায়নি।এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, মার্টিন প্লেসে  লিন্ড নামের ওই ক্যাফের ভেতরে জানালার সামনে হাত তুলে দাঁড়িয়ে আছেন অন্তত তিনজন। তাদেরjimmi
একটি কালো পতাকা ধরে রাখতে বাধ্য করা হয়েছে, যার ওপরে সাদা হরফে আরবি লেখা দেখে এর পেছনে ইসলামিক স্টেট জঙ্গিদের জড়িত থাকার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার সকাল পৌনে ১০টার দিকে লোকজন যখন মার্টিন প্লেসে তাদের কাজের জায়গায় আসছে তখনই লিন্ড ক্যাফেতে জিম্মি সঙ্কটের খবর আসে।দেশটির টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা যায়, দেয়াল ঘেঁষে হাত উঁচু অবস্থায় ক্যাফেতে আসা কয়েকজন দাঁড়িয়ে আছে। এ সময় আরবি অক্ষর লেখা একটি কালো পতাকাও দেখা যায় পেছনে। তবে, কি উদ্দেশ্যে ক্যাফের সবাইকে জিম্মি করা হয়েছে- সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের একজন জানিয়েছেন, কিছুক্ষণ আগে ঘটনাস্থল থেকে গুলির আওয়াজ পাওয়া গেছে। তবে এ তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট।তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত। তারা দ্রুতই ঘটনা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হবেন বলে বিশ্বাস করেন তিনি।নিউ সাউথ ওয়েলস পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ওই ক্যাফের ভেতরে যোগাযোগ করার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকায় না যেতে এবং জানালায় উঁকি না দেয়ার পরামর্শ দিয়েছে। আশেপাশের অফিস আদালত থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর সিডনি বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা নিয়েছে সেদেশের প্রশাসন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone