২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৪ উইকেটে পরাস্ত করে সমতা আনে নিউজিল্যান্ড। রোববার শারজা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় একদিনের ম্যাচে কিউইদের ১৪৭ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে শহীদ আফ্রিদির দল। এতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে পাকিস্তান। জবাবে ৩৮.২ ওভারে ২১৭ রানেই
অলআউট হয় নিউজিল্যান্ড।৩৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রান তুলতেই মার্টিন গাপটিল (১২) ও অ্যান্টোন ডেভচিচকে (০) খুইয়ে বসে নিউজিল্যান্ড। এরপর কেন উইলিয়ামসনের ৪৬, রস টেলরের ৩১, লাথামের ৩৪ ও লুক রঞ্চির ৪১ রানে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। কিন্তু কিউইদের বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। যে কারণে ২১৭ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড।পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন শহীদ আফ্রিদি ও হারিস সোহেল। ২টি উইকেট পেয়েছেন মোহাম্মদ ইরফান। আর ১টি করে উইকেট দখলে নেন ওয়াহাব রিয়াজ ও আহমেদ শেহজাদ।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিল পাকিস্তানের। দলীয় ৬৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ২৬ বলে ৩৩ রান করে কোরি অ্যান্ডারসনের বলে আউট হন মোহাম্মদ হাফিজ।তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ১২০ বলে ১১৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ১২টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।এ ছাড়া ইউনিস খান করেছেন ৩৫ রান। হারিস সোহেলের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক আফ্রিদি। ২৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তাকে সাজঘরে ফেরান ম্যাকক্লেগান। সরফরাজ আহমেদ ১৪ বলে ৩০ রান নিয়ে অপরাজিত ছিলেন।