বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিশেষ সংবাদ » বিএনপির ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১১ জানুয়ারি

বিএনপির ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১১ জানুয়ারি 

নিজস্ব প্রতিবেদকঃ   গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া সোমবার এ দিন ধার্য করেন।দ্রুত বিচার আইনে দায়ের করা মামলাটি আজ সোমবার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। মামলাটির বাদী পল্টন থানার bnp

উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন আদালতে সাক্ষ্য দিতে হাজির হন।মামলার অন্যতম আসামি বিএনপির সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, ড্যাব নেতা ডা. জেড এম জাহিদ হোসেনসহ প্রায় শতাধিক আসামি আদালতে হাজির ছিলেন। ৪৪ জন আসামি আদালতে উপস্থিত হতে না পারায় তাদের পক্ষে সময়ের আবেদন করা হয়।এ মামলায় ১৪৮ জন আসামি ছিলেন। ওমর ফারুক নামে একজন আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।মামলার এজাহার থেকে জানা যায়, গত বছর ১১ মার্চ বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন দ্রুত বিচার আইনে ১৫৪ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।২৪ মার্চ ২০১৩ সালে উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ১৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২৫ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সফিউল আলম প্রধান, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুক ও আমানউল্লাহ আমানসহ ১৪৭ জন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone