বড়দিনের নতুন ছবিতে ব্রিটিশ রাজপরিবারের কনিষ্ঠ সদস্য
অনলাইন ডেস্কঃ ব্রিটেনের রাজপরিবার শনিবার প্রিন্স উইলিয়াম তনয় জর্জের তিনটি বড়দিনের ছবি প্রকাশ করেছে।কেনসিংটন প্যালেসের প্রাঙ্গণে তোলা ছবিগুলোতে ব্রিটেনের ১৭ মাস বয়সী ভবিষ্যৎ রাজাকে দেখা গেছে।তার বাবা-মা প্রিন্স উইলিয়াম ও কেটের লন্ডনে একটি অ্যাপার্টমেন্ট রয়েছেন
।জর্জ একটি জাম্পার পরেছিল। এতে লাল টিউনিক ও ভালুকের চামড়ার টুপি পরিহিত সৈনিকের চিত্র অঙ্কিত রয়েছে। বাকিংহাম প্যালেসে তার প্রো-মাতামহী রানি দ্বিতীয় এলিজাবেথের পাহারায় নিয়োজিত সৈন্যরা এই পোশাক পরে।২০১৫ সালে তার সহোদর আসতে পারে। কারণ মা কেট অন্তঃসত্ত্বা। প্রিন্স উইলিয়াম এপ্রিল মাসে দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।