দুদক থেকে বেরিয়ে মুসা যা বললেন
নিজস্ব প্রতিবেদক : টাকা পাচারের কথা অস্বীকার করলেন বহুল আলোচিত আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী মুসা বিন শমসের। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন আমার যতো টাকা এর বেশির ভাগই আমি বিদেশে ব্যবসা করে অর্জন করেছি। আমি দেশ থেকে কোনো টাকা বিদেশে পাচার করিনি।’
তিনি আরো বলেন, ‘দেশ দাঁড়িয়ে আছে রেমিট্যান্সের ওপর ভিত্তি করে। এ খাত যদি সৃষ্টি না হতো, সোমালিয়ার থেকেও খারাপ অবস্থা হতো। সুইস ব্যাংক থেকে আমার টাকা অবমুক্ত হলে তা পদ্মা সেতু নির্মাণ, দুস্থ ও নির্যাতিত নারীদের পুনর্বাসন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণে ব্যয় করা হবে।’ দুর্নীতির বিষয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে তিনি বলেন, ‘যেকোনো পত্রিকার সংবাদ বিচারের জন্য ভাইটাল সোর্স হতে পারে না।’