যুক্তরাষ্ট্রে নির্বাসিত কিউবানদের আনন্দ ও ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগে যুক্তরাষ্ট্রে কিউবার কয়েক লাখ নির্বাসিত মানুষ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাস্তায় নেমে আনন্দ র্যালি করেছে। কিন্তু অন্য পক্ষ তিব্র ক্ষোভ প্রকাশ করেছে।
কিউবার সমাজতান্ত্রিক সরকারের বিরোধী প্রায় ১৫ লাখ মানুষ স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন যাপন করছে। তারা কিউবার সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় বিক্ষোভ ও প্রতিবাদ করে আসছে। তাদের অভিযোগ, সরকারের দমন-পিড়নে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
কিউবায় গণতান্ত্রিক আন্দোলনে সমর্থন জুগিয়ে আসছে যুক্তরাষ্ট্র। হঠাৎ করেই কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণা নির্বাসিত কিউবানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রায় ৮০ ভাগ মানুষ কিউবা থেকে নির্বাসিত হয়ে আসা। তাদের মধ্যে অধিকাংশ দেশটির রিপাবলিকান দলের সমর্থক। ফ্লোরিডার রাজনীতিতে কিউবানদের প্রভাব খুবই বেশি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রিপাবলিকানদের ভেটোর কারণে কিউবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের পথ মসৃণ করতে পারেনি দেশটির শীর্ষ নেতারা। এবারও কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ কংগ্রেসের অনুমোদন পাবে কি না- তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
তবে নির্বাসিত কিউবানদের এক পক্ষের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা গেছে, তা হলো- যুক্তরাষ্ট্র যদি কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, তবে তা হবে কিউবার সরকারকে সমর্থন দেওয়া। এর ফলে গণতান্ত্রিক আন্দোলনে আত্মেৎসর্গকারী কিউবানদের অবমাননা করা হবে।
তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।