খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং বিভিন্ন শ্রেনির মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ২০ জানুয়ারী দিন ধার্য করছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামছুল আরেফিন এ দিন ধার্য করে আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রওশন আরা শিকদার ডেইজি আদালতে শুনানি করেন। মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন।
গত ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক সভায় খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ একটি ধর্মহীন দল। ধর্ম নিরপেক্ষতার মুখোশধারী, হিন্দুদের ঘর বাড়ি ধ্বংস করে তাদের জায়গা দখল করে। র্যা ব দ্বারা নারায়নগঞ্জের সাতজনকে খুন সহ বিশ্বজিৎ হত্যার জন্যও আওয়ামীলীগ দায়ী।
গত ২১ অক্টোবর এ বি সিদ্দিকী আদালতে এ মামলা দায়ের করেন।