ওবামার হুঁশিয়ারি!
ইন্টারন্যাশনাল ডেস্কঃ নর্থ কোরিয়াকে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সনি পিকচার্সের ওপর সাইবার হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র।
সাইবার হামলার কারণে সনি পিকচার্স তাদের একটি চলচ্চিত্র প্রদর্শন বাতিল করে।হামলাকারীদের অভিযোগ ওই চলচ্চিত্রটিতে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যঙ্গ করা হয়েছে।প্রেসিডেন্ট ওবামা বলেন, আমেরিকানরা কোনও একনায়ককে সেন্সরশিপ আরোপ করতে দেবে না এবং এটা করা হলে সমুচিত জবাব দেয়া হবে।মি. ওবামা বলেন, তিনি মনে করে সনি চলচ্চিত্রটি প্রত্যাহার করে ভুল করেছে। সাইবার হামলার প্রতিবাদ করা উচিত ছিল তাদের।
Posted in: আর্ন্তজাতিক