হরতাল ডেকে মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা
বগুড়া প্রতিনিধিঃ বগুরায় শনিবার সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়েছে।এদিকে সকাল ৯টা পর্যন্ত শহরের কোথাও হরতালের সমর্থনে পিকেটিং অথবা মিছিল করতে দেখা যায়নি বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে অন্য কোনো যানবাহন চলাচল করছে না। মহাসড়কে হরতাল সমর্থনকারীদের অবস্থান না থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে হরতালের সমর্থনে সমাবেশ হবে।এদিকে হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যার পর শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে এবং নারুলী এলাকায় ৪টি ককটেল বিস্ফোরিত হয়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সকাল ৯টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন স্থানে পুলিশ টহলে রয়েছে।উল্লেখ্য, বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ অঙ্গসংগঠনের ৫ নেতাকে বিস্ফোরকদ্রব্য মামলায় বগুড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে জেলা বিএনপি শনিবার জেলায় আধাবেলা হরতাল আহ্বান করে।