মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা
ইন্টারন্যাশনাল ডেস্কঃ বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছেএকই সঙ্গে বড়দিন ও নববর্ষের ছুটিতে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার একটি ক্যাফেতে জিম্মি ঘটনার পর শুক্রবার এ সতর্কতা জারি করেছে মার্কিন কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিডনির ক্যাফেতে জিম্মির ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বিষয়টি মার্কিক নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।একই সঙ্গে ওই বিবৃতিতে জনবহুল এলাকাগুলোতেও মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
Posted in: আর্ন্তজাতিক