কৃষি ক্ষেত্রেও ব্যর্থ সরকার
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির শাসনামলে কৃষিক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। আওয়ামী লীগ এই খাতকে ধ্বংস করে দিয়েছে।
কৃষক ও কৃষি উন্নয়নে এই সরকার ব্যর্থ হয়েছে। দেশের উৎপাদিত ও আমদানিকৃত সকল পণ্যের সবচেয়ে বড় ভোক্তা কৃষক আজ দিশেহারা। অবৈধ সরকার এই খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
’
ফখরুল এ সময় দেশের কৃষি খাতকে বাঁচাতে ১৩ দফা দাবি তুলে ধরেন। তিনি এসময় বলেন, কৃষক সমাজকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। কৃষকবান্ধব সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ন্যায্য দাবি আদায় করতে হবে।শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবিতে এবং কৃষি উপরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই মুখপাত্র।