বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ২-০ ব্যবধানে অসিরা

২-০ ব্যবধানে অসিরা 

স্পোর্টস ডেস্কঃ     ঘরের মাঠে যে ভারত বাঘের সমান পরের মাঠে সেই ভারত বাঘের মাসিও নয়। সেটারই প্রমাণ দিতে শুরু করেছে ভারত বার বার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে ধরাশায়ী করার পর অস্ট্রেলিয়া সফরে যায় তারা।
সেখানে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেও পরাজয়ের গ্লানি নিতে হয়েছে ভারতকে। চতুর্থ দিনে জয়ের জন্য ১২৮ রানের টার্গেট ৬ উইকেট হারিয়ে রানের চুড়া ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। একদিন হাতে রেখে ৪ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা।aus
প্রথম ইনিংসে ব্যাট করে মুরালি বিজয়ের ১৪৪ রানে ভর করে ৪০৮ রান করে ভারত। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৫০৫ রান। সর্বোচ্চ ১৩৩ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরা। মাত্র ২২৪ রানে অলাউট হয়ে যায় ধোনি বাহিনী। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ১২৮ রান।
অবশ্য এই রান তুলতেও গলদঘর্ম হতে হয়েছে অস্ট্রেলিয়ানদের। হারাতে হয়েছে ছয়টি উইকেট। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন ক্রিস রজার্স। তার এই ইনিংসে ১০টি চারের মার ছিল।
বল হাতে ভারতের ইশান্ত শর্মা ৩টি ও উমেশ যাদব নেন ২টি করে উইকেট।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone