৮ শিশুর ঘাতক মা!
ইন্টারন্যাশনাল ডেস্কঃ অস্ট্রেলিয়ার কেয়ার্নস শহরের একটি বাড়িতে উদ্ধার করা ৮ শিশুর মধ্যে ৭ শিশুর মা’কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি খুঁজে পেয়েছে। আরো পরীক্ষা নীরিক্ষার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন পুলিশ।শনিবার অস্ট্রেলীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই নারী মানসিকভাবে সুস্থ্য আছেন এবং তিনি তদন্তকরীদের সঙ্গে কথাবার্তা বলছেন।তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ গঠন করা হয়নি বলে জানিয়েছেন তারা।
কেয়ার্নসের একটি বাড়ি থেকে ছুরির ঘায়ে আহত এই নারীকে উদ্ধার করেছিল পুলিশ, সেই বাড়ি তল্লাশিকালে নিহত আট শিশুর লাশ পায় পুলিশ। ১৮ মাস থেকে শুরু করে ১৪ বছর বয়সী নিহত শিশুদের ৭জনেই ঔ নারীর সন্তান, নিহত অপর শিশু এই নারীর বোনের মেয়ে।এই গ্রেপ্তারে কথা নিশ্চিত করে কেয়ার্নসের গোয়েন্দা কর্মকর্তা ব্রুনো অসনিকার বলেছেন, রাতে সংঘটিত এই হত্যাকাণ্ডের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে কেয়ার্নস বেইস হাসপাতালে পুলিশি পাহারায় আছে।”“এই পর্যায়ে আমরা অন্য আর কাউকে খুঁজছি না, এলাকার অন্যান্যরা নিরাপদ আছেন এতে আমরা নিশ্চিত বোধ করছি,” বলেছেন তিনি।নিহত শিশুদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশগুলোর পোস্টমর্টেম করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ছুরিসহ বেশ কয়েকটি অস্ত্র পেয়েছে পুলিশ, সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।গ্রেপ্তার নারীর নাম প্রকাশ করা হয়নি। তার বয়স প্রথমে ৩৪ বছর বলা হলেও পরে তা সংশোধন করে ৩৭ বলে জানানো হয়েছে।শুক্রবার সকালে গ্রেপ্তার নারীর ২০ বছর বয়সী ছেলে বাড়িতে উপস্থিত হলে লাশগুলো আবিষ্কৃত হয় বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
Posted in: আর্ন্তজাতিক