রাজধানীসহ সারাদেশ চার স্তরে নিরাপত্তার ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদকঃ খ্রিস্টানদের বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট অনুষ্ঠানের আগেরে দিন থেকে রাজধানীসহ সারাদেশ চার স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইট” উপলক্ষে আইন –শৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়
সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ২৫ ডিসেম্বর সারা দেশের চার্চগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে পালিয়ে থাকা নারায়ণগঞ্জের সাত খুনের আসামি নুর হোসেনকে ভারত সরকার যখন দেবে তখনই ফিরে আনা হবে।
তিনি আরো বলেন, মাদক দ্রব্যের অপব্যবহার রোধে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া স্পর্শকাতর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান তিনি।
Posted in: জাতীয়